প্রতারণা ও দুর্নীতি মামলায় ০৩ জন কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৭৮

প্রতারণা ও দুর্নীতি মামলায় ০৩ জন গ্রেফতার করেছে র‌্যাব-১০ ।

 

নিজস্ব সংবাদদাতা :

প্রতারণা ও দুর্নীতি মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী ওমর ফারুকসহ ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে রাজধানী ঢাকার গেন্ডারিয়া ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন বেগমগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া ও কদমতলী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে বিশেষ মামলা-০২/২০২১, ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং-২৯(১২)২০১৪, ধারা-দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/ ৫১১/ ১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২); প্রতারণা মামলা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী

 

১। ওমর ফারুক মৃধা (৫৮), পিতা-আব্দুল মজিদ মৃধা, সাং-উত্তর মধ্যপাড়া, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। এছাড়া র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার মামলা নং-৪(৬)১৮, টিআর নং-৩১০/১৮, জিআর নং-১১০/১৮, প্রসেস নং-৪৩০/২০, তারিখ-১৯/০৩/২০২১ খ্রিঃ; ধারা-দন্ডবিধি আইন ১৮৬০ এর ৩৮০; চুরির মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী

 

২। রিপন সরদার (২৯), পিতা-মোঃ আনসার সরদার, সাং-পুকুরজানা, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে। এছাড়াও যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, পটুয়াখালী এর সেসন মামলা নং-১৮৮/২০২৩, সিআর নং-১১০৮/২০২২, ধারা-এনআই অ্যাক্টের ১৩৮; চেক প্রতারণা মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২,০০,৩৪০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী ৩। নাসির খাঁন (৪৫), পিতা-আইউব আলী খান, সাং-দক্ষিণ চান্দুখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী‘কে গ্রেফতার করে।

Leave A Reply

Your email address will not be published.