আমতলীতে ফের মেয়র নির্বাচিত হলেন – মতিয়ার রহমান
আমতলীতে ফের মেয়র নির্বাচিত হলেন – মতিয়ার রহমান
মৃধা বেলাল
বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে ফের মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোবাইল প্রতীকের প্রার্থী মো. মতিয়ার রহমান। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৫২৫। তার প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৪৯ ভোট।
এতে বেসরকারিভাবে ৭০৩ ভোট বেশি পেয়ে তিনি আমতলী পৌরসভার মেয়র পদে তৃতীয়বার নির্বাচিত হলেন।
১৯৯৮ সালের ১৫ অক্টোবর আমতলী পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালে পৌর প্রশাসক হিসেবে তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৬ মে নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মো. আ. ছত্তার মৃধা।
২০০৫ সালের ৩০ জুলাই দ্বিতীয় নির্বাচনে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নু। তৃতীয় দফা ২০১১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফা নির্বাচিত হন মেয়র মো. মতিয়ার রহমান।