ওয়ারী বিভাগের মাসিক আইনশৃঙ্খলা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত ।
নিজস্ব প্রতিনিধি :
আজ ওয়ারী বিভাগের উদ্যোগে অদ্য সকাল-১১:০০ ঘটিকায় ডিসি ওয়ারী বিভাগ এর কনফারেন্স রুমে অত্র বিভাগের বিভিন্ন থানা আমন্ত্রিত ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হাসপাতালের ডাক্তার,
পরিচালক, আর্থিক প্রতিষ্ঠানের (ব্যাংক, বিমা, বিকাশ, নগদ ইত্যাদি) প্রতিনিধিগণ সহ কমিউনিটি পুলিশিং সভাপতি, সেক্রেটারী, পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক, রাজনৈতিক ব্যাক্তি, ফ্লাইওভার কতৃপক্ষ, মার্কেট-বাজারের প্রতিনিধিগণ ও অন্যান্য ব্যক্তিবর্গের এর সাথে আইন-শৃংখলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ।
জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ ঢাকা ।
এছাড়াও অত্র বিভাগের সকল অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, এসি ট্রাফিকগণ, অফিসার ইনচার্জ ও পিআই গণ উপস্থিত ছিলেন।
সে অনুযায়ী ওয়ারী বিভাগ-কে একটি মডেল বিভাগ হিসেবে গড়ে তুলতে এবং সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, বাসযোগ্য, নিরাপদ এবং সমুন্নত আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকলে একমত পোষণ করেন।
সর্বপরি সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ার লক্ষে প্রতিশ্রুতি ব্যক্ত করে সবার প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ ঢাকা ।