বকশীগঞ্জে বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিটে চারটি ব‌্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

0 ১৩৮

বকশীগঞ্জে বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিটে চারটি ব‌্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই।

 

 রতন ইন‌তিসার,বকশীগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :

 

জামালপুরে বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ঔষুধের দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার কলকিহারা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান,শনিবার রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে গোলাপ হোসেন,নুর হোসেন মেম্বার,কালা মুন্সি,ও মাসু মিয়ার চারটি দোকানে পুড়ে যায়। এতে চার দোকানের সমস্ত মালামাল পুড়ে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মেরুরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন,বিষয়টি শুনে ঘটনাস্থলে মেম্বারসহ বেশ কয়েকজন লোককে পাঠিয়েছেন। ক্ষতির ধরন দেখে পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করা হবে।

 

এছাড়াও ইউএনওকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.