২১৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ৯০

২১৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ।

 

নিজস্ব সংবাদদাতা :

অভিনব কৌশলে মোটর সাইকেলের সিট কভারের ভিতর এবং ফলের ঝুড়িতে করে মাদক বহনকালে রাজবাড়ীর পাংশা ও ফরিদপুরের কোতয়ালী এলাকা হতে ২১৭ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ। 

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে অভিনব পন্থায় মোটরসাইকেলের সিট কভারের ভিতর করে ফেনসিডিল বহনকালে আনুমানিক ২,০১,০০০/- (দুই লক্ষ এক হাজার) টাকা মূল্যমানের ৬৭ (সাতষট্টি) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলফাজ উদ্দিন (২২), পিতা-মোঃ আবুছার আলী বিশ্বাস, সাং-মেদিনীপুর, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

এছাড়া গতকাল একই তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে অভিনব কৌশলে ফলের ঝুড়িতে করে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), পিতা-মোঃ আলী হোসেন, সাং-দৌলাতদিয়াড়, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.