বকশীগঞ্জে ফের সাংবাদিকের উপর হামলা

0 ৭৭

বকশীগঞ্জে ফের সাংবাদিকের উপর হামলা

 

রতন ইনতিসার,বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি॥

 

আলোচিত সাংবাদিক নাদিম হত্যাকান্ডের বিচার শেষ হতে না হতেই জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে মতিন রহমান (৩০) নামে এক সাংবাদিকের উপর ফের সন্ত্রাসী হামলা চালিয়েছেন দুর্বত্তরা ।

সোমবার(১১ মার্চ) সন্ধায় পৌর শহরে গরুহাটি সামনে এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক মতিন রহমান দৈনিক ভোরের দর্পন বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

এদিকে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।এই ঘটনাটি পৌর শহরে ছড়িয়ে পড়লে বকশীগঞ্জ সকল ইলেক্ট পিন্ট মিডিয়া সকল সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।একই সঙে ঘটনা জড়িত থাকাদের আইনের আওয়াতায় আনার জোরালো দাবি জানান বকশীগঞ্জ উপজেলার সকল সাংবাদিকরা।

 

এব্যাপারে ,সাংবাদিক মতিন বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে গুরুহাটি থেকে আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে আক্কাছ মাষ্টারের ছেলে ও তার সন্ত্রাসী বাহিনীর দলবল নিয়ে আমার মোটর বাইক থামিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। আহত অবস্থায় লোকজন ধরে আমাকে হসপিটালে ভর্তি করেন।

 

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি আহাদ খান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি । অপরাধিদের শনাক্ত করে শাস্তির চেষ্টা করছে। তিনী আরো বলেন ভোক্ত ভোগীর থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযাগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.