বকশীগ‌ঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ

0 ১০৪

বকশীগ‌ঞ্জে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ।

 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ 

 

জামালপুরের বকশীগঞ্জে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট নানা খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। শুক্রবার সকালে বকশীগঞ্জ ভোকেশনাল মাঠে ৩০০ পরিবারের মাঝে নানা খাবার সামগ্রী বিতরণ করেছে সাইলেন্ট হ্যান্ডস সার্পোট নামের একটি সামাজিক সংগঠন। 

 

জানা যায়, সামাজিক সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের পরামর্শে বকশীগঞ্জ উপজেলায় জরিপ করে ৩০০টি অসহায় পরিবার বাছাই করেন। বাছাইকৃত ৩০০ পরিবারের মাঝে শুক্রবার সকালে প্রায় দুই হাজার টাকার সমপরিমান চাল, ডাল, চিনি, লবন, মুড়ি, ছোলা, আলু, পিয়াঁজ ও তেলসহ ১০ প্রকারের খাবার পন্য সামগ্রী বিতরণ করেন।

 

বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, অধ্যক্ষ আনোয়ার হোসেন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাইলেন্ট হ্যান্ডস সার্পোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, পাবলিক রিলেশন কর্মকর্তা তারিকুল ইসলাম, ও আঞ্চলিক প্রতিনিধি মিনহাজ উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.