বিশ্ব পানি দিবস উপলক্ষে শরীয়তপুরে র্যালি ও আলোচনা সভা
বিশ্ব পানি দিবস উপলক্ষে শরীয়তপুরে র্যালি ও আলোচনা সভা
শরীয়তপুর প্রতিনিধি :
‘শান্তির জন্য পানি’ এই শ্লোগানে শরীয়তপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দীন গিয়াস। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আসিফ হায়দার, সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এসএম আহসান হাবীব বলেন, পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ছাড়া এক মুহুর্তও বেঁচে থাকা সম্ভব না। বিশ্বে কোটি কোটি মানুষ এখনো নিরাপদ পানি থেকে বঞ্চিত। বেঁচে থাকার জন্য পানির গুরুত্ব অপরিসীম। তাই পানির অপচয় বন্ধ করতে হবে।