ইমামের নির্দেশে মসজিদের ভিতরে মারামারি

0 ২২০

ইমামের নির্দেশে মসজিদের ভিতরে মারামারি

 

মুন্সীগঞ্জে প্রতিনিধি :

 মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার আউট শাহী ইউনিয়নের চাষিরী গ্রামের মোঃ চঞ্চল সরদার কে শুক্রবার জুম্মার নামাজের পরে মসজিদের ভিতরে ইমামের নির্দেশে অমানবিক ভাবে মারধর করেন একজন রোজাদার ব্যক্তিকে এভাবে মারাটা এলাকাবাসী কোনভাবেই মেনে নিতে পারেনি ।

 

ঘটনার সময় মুসল্লিদের সাথে কথা বলে জানা ইমাম সাহেব এর খাবার নিয়ে এ ঘটনা ঘটেছে , ভুক্তভোগী মোঃ চঞ্চল সরদার এই ঘটনা কে কেন্দ্র করে ৭ জনকে আসামি করে মুন্সীগঞ্জ থানায় একটি মামলা দায় করেন  ।

Leave A Reply

Your email address will not be published.