ট্রাফিক ওয়ারী বিভাগের চতূর্থ নাগরিক সেবা কেন্দ্র চালু
ট্রাফিক ওয়ারী বিভাগের চতূর্থ নাগরিক সেবা কেন্দ্র চালু।
নিজস্ব প্রতিনিধি :
ইংরেজি ০২/৪/২০২৪ তারিখ ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সুলতানা ইশরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (যাত্রাবাড়ী জোন)
তানজিল আহমেদ ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোসা. হিমেল (ওয়ার্ড নং-৬৭,৬৮,৬৯) ও অন্যান্য স্থানীয় লোকজনদের উপস্থিতিতে ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা ফ্লাইওভারের নিচে ডেমরা-১ লোকেশনে সকাল অনুমান ১১:০০ ঘটিকায় বিশুদ্ধ বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন বিতরনের চতুর্থ স্থান উদ্বোধন করেন।
দেশের এমন তিব্র দাবদাহে ডিএমপি কমিশনার মহোদয়ের মানবিকতার হাত ধরে ট্রাফিক ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী চৌরাস্তা, জুরাইন, মুনশিখোলা,
এবং ডেমরা এলাকায় বিশুদ্ধ বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে এ কার্যক্রম চলমান থাকবে এবং বিতরনের স্থানও বৃদ্ধি করা হবে বলে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান।