১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানাল এনটিআরসিএ

0 ৯২

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানাল এনটিআরসিএ

 

নিজস্ব প্রতিনিধি :

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে গড় পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

 

এতে অনেক প্রার্থীরা ক্ষুব্ধ। ৪০ এ পাসের কথা থাকলেও ৪৫,৪৬ পেয়েও ফলাফল আসেনি।ইতিমধ্যে অনেক প্রার্থী লিখিত ভাবে বিষয়টি অভিযোগ করেছে এনটিআরসিএতে।নাম না প্রকাশ করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে আমরা কিছু অভিযোগ পেয়েছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

 

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২–এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

একই দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

Leave A Reply

Your email address will not be published.