রাজধানী যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
রাজধানী যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ।
মোঃ বাদল – নিজস্ব সংবাদদাতা
রাজধানীর যাত্রাবাড়ীতে এক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি আজ ভোরে মৃত্যুবরণ করেন। তার নাম জসিম হাওলাদার (৪৫)। গত শনিবার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক দুর্ঘটনায় তিনি আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত শনিবার সন্ধ্যায় জসিম হাওলাদার বাজার নিয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দুইদিন চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় আজ সকালে তিনি মারা যান।
জসিম যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসার বাবুর্চি হিসেবে কাজ করতেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় এক ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার করপুকাঠি গ্রামে।
জসিমের চাচাতো ভাই জাফর বলেন, সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জসিম। তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর জসিম মাদ্রাসার শিক্ষার্থীদের খাওয়ার জন্য বাজার করে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলেন। এরই মধ্যে দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেন। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, দুর্ঘটনাটি হয়েছে দুদিন আগে। আজ তিনি মারা যান। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।