বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ
কাজ করেছেন হাই পারফর্মম্যান্স ইউনিটের সঙ্গেও। তবে সব ছাপিয়ে রাজিন সালেহের রয়েছে একটি ক্রিকেট অ্যাকাডেমি। যেটা হয়ত সাধারণ ভক্ত-সমর্থকদের অজানা। সেই গল্পের সন্ধানেই সিলেটের পথে নামতে হলো। জান গেক, ২০০৮ সালে সিলেট সুরমা ক্রিকেট একাডেমি নামে যাত্রা শুরু করেছিল রাজিনের অ্যাকাডেমির। সেই অ্যাকাডেমি এখনো চলমান, সিলেট শহরের সদরেই অবস্থিত এই ক্রিকেটার গড়ার কারখানা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদে ক্রিকেটারদের অনুশীলন ম্যাচের চিত্র। স্থানীয় আরেকটি দলের সঙ্গে লড়ছে সুরমা একাডেমির জুনিয়র দল। সিলেট এমসি কলেজের মাঠেই উইকেট বানিয়ে এসব ক্রিকেটাররা খেলে থাকেন এখানে। ভালো উইকেটের সাথে মাঠের দৈর্ঘও দেখা গেল বেশ বড়। সবমিলিয়ে সিনিয়র জুনিয়র মিলে এখানে ক্রিকেটার রয়েছেন ১৫০ জন। রয়েছেন তিন জন কোচিং স্টাফের সদস্যও।