গাজায় দশ হাজার লিটার পানি দিল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
গাজায় দশ হাজার লিটার পানি দিল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইট
নিজস্ব প্রতিবেদক,
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ নতুন করে আরও দশ হাজার লিটার পানি পাঠিয়েছে গাজায়। গতকাল বুধবার দিবাগত রাতে গাজার দেরবালা অঞ্চলে এই পানি বিতরণ করেছে হাফেজ্জী চ্যারিটেবলের ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিম। এ নিয়ে গত দুই মাসে মোট নব্বই হাজার লিটার পানি পাঠিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।
আগামী কয়দিনের মধ্যে নতুন করে শীতবস্ত্র বিতরণ করবে এই সংগঠনটি।
যুদ্ধ শুরুর পর থেকেই নিপীড়িত গাজায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সময়ের পালাবদলে সবাই যখন গাজাকে প্রায়ই ভুলেই গেছে, তখন বাংলাদেশ থেকে কেবল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটিই আলাদা প্রজেক্ট চালু করে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে গাজায়। অনেকটা লোক চক্ষুর আড়ালে চুপিসারে এতদিন কাজ করে গেছে তারা!
এরই মধ্যে গত ১৯ নভেম্বর ২৪ মঙ্গলবার মিশর সফরে যায় সংস্থাটির ছয় সদস্যের একটি টিম।
১০ দিনের ওই সফরে মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া ১ লক্ষ ২০ হাজার গাজাবাসীদের মধ্যে হাজারো মাজলুমদের সামর্থ্য অনুযায়ী সহায়তা দেয়ার পাশাপাশি মিশরে অবস্থিত ফিলিস্তিনি ওলমায়ে কেরামগণের সাথে সমন্বয়সহ গাজায় অবস্থিত আল খায়ের গ্রুপ ও ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের (মিশর) সাথে সমন্বয় করে গাজা খান ইউনিস ও দেইর আল বালাহাতে সহায়তা পৌঁছে দেন তাঁরা।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি মিশর সফরসহ শেষ দুই মাসে প্রায় ১ কোটি টাকার সহায়তা পৌঁছে দিয়েছে সরাসরি নিপীড়িত মাজলুমদের কাছে।
কার্যক্রমের মধ্যে রয়েছে— যুদ্ধাহত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান, খাবার ও পানি বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান এবং শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।
পরিশেষে, যে কেউ তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে কেউ তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। (সহিহ বুখারী-২৪৪২)।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির অন্যান্য প্রজেক্টসমূহ: ১. প্রজেক্ট জান্নাতের খোঁজে ও ফ্রি মেডিকেল ক্যাম্প। এ দুটি চিকিৎসা সেবার নিমিত্তে গড়ে ওঠেছে। ২. প্রজেক্ট মেহমানদারি। এর আওতায় সপ্তাহে দুদিন গরিব দুঃখীদের মেহমানদারি করানো হয়। ৩. প্রজেক্ট নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম।৪. প্রজেক্ট সাবলম্বী করণ। কর্মহীন মানুষদের সাবলম্বী করতে এই প্রজেক্ট। এর আওতায় গবাদি পশু ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ৫. প্রজেক্ট হাফেজ্জী হুজুর মক্তব। প্রত্যন্ত অঞ্চলে মক্তব প্রতিষ্ঠা করা এর উদ্দেশ্য। ৬. প্রজেক্ট হাফেজ্জী হুজুর ইনস্টিটিউট। এর আওতায় দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকবে। এছাড়াও রয়েছে সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সেবা কার্যক্রম। ৭. প্রজেক্ট দুর্যোগ ও পুনর্বাসন সহায়তা, গভীর নলকূপ স্থাপন, রমজান ও ঈদে সহায়তা প্রদান কার্যক্রম ইত্যাদি।