‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ আয়োজিত মিছিলে পুলিশের লাঠিচার্জ

0 ৩৪

‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ আয়োজিত মিছিলে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৫
সংক্ষুব্ধ ছাত্র জনতার’ আয়োজিত মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ‘সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষাভবন মোড় থেকে কার্জন হল এলাকা পর্যন্ত পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং মো. বাবুল নামে একজন পথচারী আহত হয়েছেন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করেছি যে, আন্দোলনরত একজন নারী শিক্ষার্থীকে  জাতীয় নাগরিক কমিটি এই বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

‘জুলাই অভ্যুত্থানের পরও পুলিশের এমন মারমুখী অমানবিক আচরণ ফ্যাসিবাদি ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে।  ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদি কাঠামোয় বিকশিত হওয়া পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার অত্যাবশ্যক বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠিত হয়েছে। আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে পুলিশি ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন।

উল্লেখ্য, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের কর্মসূচি চলাকালে বুধবার হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ বলছে, তাদের ওপর হামলা করেছে স্টুডেন্ট ফল সভারেন্টি নামের একটি সংগঠন। হামলায় অনেকে আহত হন। যদিও স্টুডেন্টস ফর সভারেন্টি অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার প্রতিবাদে গতকাল মিছিলের আয়োজন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.