সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি
ডেমরা প্রতিনিধি :
রাজধানীর ডেমরার সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মিরা। মঙ্গলবার ২১ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর ডেমরার থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এ ঝাড়ু মিছিল করে ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতা কর্মীরা।
ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর হটাত করে বিএনপিতে সরব হয়েছেন বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন।
বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। তিনি এখন সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁদে চড়ে এমপি হওয়ার জন্য দিবা স্বপ্নে বিভোর হয়ে আছেন। তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।
পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডারা আমাদের দলের নেতাকর্মীদের ঘুম খুনের হুমকি দিতো আর এখন হুমকি দেয় দৌড় সালাউদ্দিন।
তিনি বলেন, দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে।
উল্লেখ্য যে, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশে
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মিরা।