(বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ
(বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ
তিন নম্বরে আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে চার হার তাদের। মোট ১০ পয়েন্ট তাদের নামের পাশে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা টাইগার্স।
১০ ম্যাচ খেলে রাজশাহীর হার ৬টি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঢাকার। আর তলানিতে থাকা সিলেটের সংগ্রহ ৪ পয়েন্ট।