সেনাবাহিনীর সকল সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের
সেনাবাহিনীর সকল সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের।
মোঃ এহছানুল হক
চট্টগ্রাম সেনানিবাসের ঐতিহ্যবাহী *ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের* শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে *সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান* তার গুরুত্বপূর্ণ বক্তব্যে সেনা সদস্যদের প্রতি দেশপ্রেম ও দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে আহ্বান জানান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে বলেন, “বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস এবং আমাদের সেনাবাহিনীর ঐতিহ্য অত্যন্ত গর্বের। আমাদের সেনাবাহিনী দেশের সীমান্তে যেমন ভূমিকা পালন করে, তেমনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও তাদের অবদান অনস্বীকার্য। আমাদের সকল সেনা সদস্যদের জন্য আমার নির্দেশনা হলো, দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যে যাত্রায় রয়েছি, তা শুধু আমাদের দেশের প্রতি দায়িত্বশীলতা নয়, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় অবিচল থাকার অঙ্গীকারও। সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পাশে থেকে দেশের সেবা করতে আগ্রহী, সেইসাথে দেশের প্রয়োজনে কোনোরকম আপস না করে দেশ রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত থাকতে হবে।”
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গৌরবময় ইউনিট। স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের সদস্যরা তাদের সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য ব্যাপক প্রশংসা লাভ করেছেন। অনুষ্ঠানে সেনাপ্রধান রেজিমেন্টের ঐতিহ্য এবং ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, “ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আজও তার ঐতিহ্য ধরে রেখে জাতির প্রতি অবদান রেখে চলেছে।”