জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0 ১০৫

জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার :

জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে আজ, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার বিকাল ৩.০০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হলে *মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী* উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

 

আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন *এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল*, বিএনপির যুগ্ম-মহাসচিব। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত সংগঠক।”

 

এড. আলাল আরও বলেন, “আজকের দিনে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর দর্শন ও পথপ্রদর্শন আমাদের আরও বেশি প্রাসঙ্গিক।”

 

সভাপতির বক্তব্য রাখেন *প্রকৌশলী আ.হ.ম মনিরুজ্জামান দেওয়ান মানিক*, জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি। তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই দিনে, আমরা শপথ নেবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশকে আরও উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো।”

 

তিনি বলেন, “জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরকাল অম্লান থাকবে এবং তার প্রেরণায় আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাব।”

 

আলোচনা সভা শেষে একটি *দোয়া মাহফিল* অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ এবং দেশের শান্তি ও উন্নতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.