মুন্সীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
মুন্সীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
রোববার পৌনে ৩ টার সময় মুন্সীগঞ্জ সফরে আসেন
শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রথমে তিনি মুন্সীগঞ্জ সার্কিট হাউসে আগমন করেন। এসময় তাকে গার্ড অফ অর্নার প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের চৌকশ দল। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফিরোজ কবির, বৈষ্যম বিরোধী ছাত্র প্রতিনিধি ফাহিম হাসান, স্থানীয় সরকার মুন্সীগঞ্জ উপ পরিচালক মৌসুমী মাহাবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
সফরকালে উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারগণের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান করেন। জুলাই অভ্যুথান স্মৃতি গ্যালারী দর্শন করেন। এরপর তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।