অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

0 ৫০

অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫
বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণও চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান। পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়ে চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দেন। অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।

এদিকে পুলিশ সদরদপ্তরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদরদপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।

 

Leave A Reply

Your email address will not be published.