ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি
ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি
জানা গেছে, ছাত্রদের প্রস্তাবিত খসড়া ঘোষণাপত্রকে ইতোমধ্যে প্রয়োজনীয় মডিফাই (সংশোধন) করেছে বিএনপি। জরুরিভিত্তিতে আবারও স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এগুলো চূড়ান্ত হবে। এরপর সংশোধনকৃত খসড়া নিয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিকদেরও মতামত নেওয়া হবে। পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরকার আলোচনায় ডাকলে শরিকদের ঐকমত্যের ভিত্তিতে তৈরিকৃত খসড়া দেবে বিএনপি।
ছাত্রদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। তবে এটা এভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না বিএনপি। দলটির অভিমত- গণ-অভ্যুত্থানের প্রায় ৬ মাস হতে চলেছে। এখন ব্যাকডেট ধরে এটা ঘোষণা করা হাস্যকর হবে। তাই এটা প্রোক্লেমেশন নয়, গণ-অভ্যুত্থানের ডিক্লারেশন হতে পারে। আর রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে; সেক্ষেত্রে কোনো ব্যাকডেটের প্রয়োজন নেই।