ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না
ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না
আগেই জানা গিয়েছিল অন্তত ১৭ দল লিগ পর্ব পার করছে। লিভারপুল এবং বার্সেলোনা শীর্ষ দুইয়ে থাকছে তাও নিশ্চিত ছিল আগেই। লিভারপুল অবশ্য গতকাল রাতে হেরে গিয়েছে পিএসভি আইন্দোভেনের কাছে। তবে ৩-২ গোলের এই হারও তাদের শীর্ষেই রেখেছে। কারণ ইতালিয়ান প্রতিপক্ষ আতালান্টার সঙ্গে বার্সা ড্র করেছে ২-২ গোলে।
এতেই নিশ্চিত হয়েছে ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না। শীর্ষ আটে থাকা দলগুলোও একে অন্যের মুখোমুখি হচ্ছে না শেষ ১৬-তে। তারা প্রত্যেকে খেলবে প্লে-অফ পেরিয়ে আসা দলের বিপক্ষে।
প্লে-অফে খেলবে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। কে কার বিপক্ষে খেলছে সেই ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এই পর্বে সবচেয়ে নাটকীয়ভাবে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে মাস্টউইন ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সিটিজেন্সরা।
এছাড়া লিগ টেবিলের ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে। এদের মাঝে ইয়াং বয়েজ এবং স্লোভান ব্রাতিস্লাভার অভিজ্ঞতা বেশ মন্দ। ৮ ম্যাচের লিগ পর্ব থেকে কোনো পয়েন্টই পায়নি তারা। গোল ব্যবধানে ইয়াং বয়েজ ছিল সবার নিচে।