বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্থায়ী কার্যালয় উদ্ভোধন
ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়ন শাখার বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্থায়ী কার্যালয় উদ্ভোধন।
মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ নারায়ণগঞ্জে ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়ন শাখার স্থায়ী কার্যালয় শুভ উদ্ভোধন করা হয়।
শুক্রবার আসর বাদ আলোচনা ও দোয়া মিলাদ এর মাধ্যেমে ফতুল্লার পঞ্চবটিতে স্থায়ী কার্যালয়ের যাত্রা শুরু করেন।
এ সময় বক্তরা বলেন, শ্রমিকদের অধিকার হচ্ছে শ্রম ও নিয়োগ আইনের অধীনস্থ একটি আইন, যেখানে শ্রমিকদের অধিকার এবং শ্রমিক ও তাদের নিয়োগকারীদের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে। আমরা সর্ব স্তরের শ্রমিকদের সেই সম্পর্ক মজবুত করার লক্ষে কাজ করবো।
সাধারণত শ্রমিকদের বেতন-ভাতা , বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার নিশ্চয়তা প্রদান করবো। মূলত সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখাই শ্রম অধিকার এর মূল লক্য। আমরা তার ধারাবাহিকতায় সেই লক্ষেই কাজ করে আসছি আমাদের নেতা ভিপি নুর ভাই এর দিক নির্দেশনায়।
এ সময় উপস্থিত ছিলেন, ভূইয়া গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ফেরদৌস আলম ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মোঃ ফারুক হোসেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ফতুল্লা থানা আহবায়ক মোঃ চান মিয়া এনায়েত নগর ইউনিয়ন আহ্বায়ক নাসির আহমেদ মুন্না সহ প্রমুখ নেতৃবৃন্দ।