এলিমিনেটরের লড়াইয়ে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স

0 ৩১

এলিমিনেটরের লড়াইয়ে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫
এলিমিনেটরের লড়াইয়ে মুখোমুখি রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। হারলেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। ‘ডু অর ডাই’ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে রংপুর। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হচ্ছে দুপুর দেড়টায়। 

চলমান বিপিএলের শুরুটা চমক জাগানিয়া ছিল রংপুর রাইডার্সের। টানা আট ম্যাচ জিতে যেন ধরা-ছোঁয়ার বাইরে ছিল রাইডার্সরা। তবে সবশেষ চার ম্যাচ টানা হেরে টেবিলের তিনে থেমে গ্রপ পর্ব শেষ করে নুরুল হাসান সোহানের দল। যে কারণে খেলতে হচ্ছে এলিমিনেটরে।

‘ডু অর ডাই’ ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল যোগ দিয়েছেন উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি দলে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। ঢাকায় নেমেই খেলতে নেমেছেন তারা।

অন্যদিকে, দুর্বার রাজশাহীকে টপকে শেষ মুহূর্তে প্লে-অফ নিশ্চিত হয়েছে খুলনার। রংপুরের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে তারাও। তাদের টিমে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার।

রংপুর রাইডার্সের একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, জেমস ভিন্স, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), টিম ডেভিড, নাহিদ রানা, রাকিবুল হাসান, সাইফ উদ্দিন, আন্দ্রে রাসেল এবং আকিফ জাভেদ। 
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুশফিক হাসান, শিমরন হেটমায়ার, মোহাম্মদ নেওয়াজ, জেসন হোল্ডার এবং অ্যালেক্স রস।
Leave A Reply

Your email address will not be published.