গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল
গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল
মশাল মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মুখলেসুর রহমান স্বজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- অনিক খান সিয়াম, ফারজানা আক্তার, হাবিবুর রহমান জিহাদ, শাফিন আহম্মেদ, মো. ইরফান সাদিক, আবু সুফিয়ান, সিফাত, জাহিদুল ইসলামসহ জেলার নেতৃবৃন্দ।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।