সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

0 ৪১

সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। পরে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ শুরু করেন।

এ ছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিক্ষোভকারীদের স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি।

ছাত্র-জনতার দাবি, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং একদলীয় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি।

বর্তমানে সাতক্ষীরা শহরে উত্তেজনা বিরাজ করছে। তবে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Leave A Reply

Your email address will not be published.