রূপকথার গল্প আলিবাবার আবহে সিনেমা আনছেন ‘চিচিং ফাঁক’

0 ৩২

রূপকথার গল্প আলিবাবার আবহে সিনেমা আনছেন ‘চিচিং ফাঁক’

বিনোদন ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫
পাশ্চাত্যে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবিতে রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। কোনো বিপদের মাঝে ছবির চরিত্রদের টিকে থাকার লড়াই এই ধরনের ছবির প্রেক্ষাপট। এমন কিছু নিয়ে অনেকটাই এগিয়ে ওপার বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি।

এবার তেমন কিছু নিয়েই আসছেন ওপার বাংলার পরিচালক অরিজিৎ সরকার। রূপকথার গল্প আলিবাবার আবহে সিনেমা আনছেন তিনি, নাম ‘চিচিং ফাঁক’।

এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবির গল্পের সূত্রে, একটি ছেলে এবং মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য, নিজেদের মতো করে বাঁচা। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর!

কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবার সেই কাহিনির সঙ্গে সিনেমার গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক। বললেন, ‘আলিবাবার গল্পে কাশেম গুহায় প্রবেশ করে দরজা খোলার জন্য চিচিং ফাঁক মন্ত্র ভুলে যায় আর গুহার মধ্যে বন্দি হয়ে পড়ে। সেই কাহিনির মতো এই ছবিটিও দু’জন ছেলেমেয়ের বন্দিজীবনের গল্প বলবে।’

এদিকে ছবির মুখ্য চরিত্র প্রিয়াঙ্কা। এই নায়িকা অতীতে অভিনয় দেখিয়ে জয় করেছেন দর্শকের মন। কিন্তু এ ধরনের ছবি বেছে নিলেন কেন? তাও জানিয়েছেন।

অভিনেত্রীর কথায়, ‘সারভাইভাল থ্রিলারে আমার অভিনয় এই প্রথম। এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তা ছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। তাই সুযোগ হারাতে চাইনি।’

উল্লেখ্য, অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

Leave A Reply

Your email address will not be published.