মরণব্যাধি ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না

0 ৩৬

মরণব্যাধি ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না

বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫
মরণব্যাধি ক্যানসার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না বলিউড অভিনেত্রী হিনা খানকে। ক্যানসারকে তুড়ি মেরে সমানে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

কেমো চিকিৎসা চলাকালীন যন্ত্রণার কথা একাধিকবার সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। তবুও থেমে থাকেননি। যন্ত্রণা নিয়েই কাজ করে যাচ্ছেন। কখনও হেঁটেছেন মার্জার সরণি ধরে, কখনও আবার ফোটোশুটে মেলে ধরেছেন নিজেকে।

সময়টা কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি হিনার পাশে রয়েছেন, তিনি অভিনেত্রীর প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের।

এবার কি সেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকি-হিনা? তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তারা বরযাত্রী নিয়ে ঢুকছেন।

এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাত হাত রেখে অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা।

২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে প্রথম বার দেখা যায় রকিকে। তারপর বিভিন্ন জায়গা একসঙ্গে দেখা গেছে দুজনকে।

গত বছর এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, তার কাছে বিয়েটা কেবলই আচার। এই মুহূর্তে ক্যারিয়ারই প্রাধান্য পাচ্ছে দুজনের জীবনে। আগামী দুই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনার রয়েছে।

তবে সেই সাক্ষাৎকারের পরই কঠিন অসুখ ধরা পড়ে হিনার। যে কারণে অভিনেত্রীর ঘণিষ্ঠজনেরা মনে করছেন, অসুস্থতা নিয়েই খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করে ফেলবেন হিনা খান।

Leave A Reply

Your email address will not be published.