বিজিবি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

0 ৫০

বিজিবি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

 

নেত্রকোণা প্রতিনিধি : শান্তা ইসলাম

 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন। 

 

আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক ৪টার সময় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বরুয়াকোণা বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৮১/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের পাতলাবন নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.