হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

0 ৪৪

হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫,
দশ বছর আগে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকায় ফকিরাপুলের পৌঁছালে আওয়ামী লীগ ও এ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় চারটি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়।

Leave A Reply

Your email address will not be published.