অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন
অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
নেত্রকোণা প্রতিনিধি :
দেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন। ভাইবোনেরা আপনারা জানেন আমি কোনো অন্যায় করিনি কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে প্রায় সতেরো বছর কারাগারে রেখেছিল। কারাগারে আমার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা তারুণ্যের অহংকার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়ার কথা আমাকে বলেছিল, আমি মিথ্যা স্বাক্ষী দেয়নি।
স্বাক্ষী দেওয়ার জন্যে কারাগারে আমাকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমি মহান আল্লাহ-তায়ালা কে স্মরণ করেছি। দেশের ও জনগণের বিরুদ্ধে কোনো কাজ করিনি। দেশের সার্বভৌমত্বের রক্ষায়, জনগণের জন্যে জীবনবাজি রেখে কাজ করবো ইনশাআল্লাহ। দেশে এখনো ষড়যন্ত্র চলছে, এই ফাঁদে দলীয় নেতাকর্মী, ভাই ও বোনেরা পা দিবেন না। আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় আসলে নেত্রকোণা জেলায় অসমাপ্ত কাজ সহ বেকারদের কর্মসংস্থান করবো।
গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারী) নেত্রকোণা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজিত লুৎফুজ্জামান বাবর কে দেওয়া গণসংবর্ধনায় এইসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দীন খাঁন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট ডক্টর আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু,
সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বজলুল কাদের সুজা, কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন খান মিল্কী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।