সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ
সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নেপালের পুলিশ
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন খবর পেয়ে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে নামে কাঠমান্ডু পুলিশের ডিস্ট্রিক ক্রাইম ইনভেস্টিগেশন অফিস। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই বাংলাদেশিরা নেপালে অবস্থান করছিল। এবং তাদের মধ্যে কয়েকজন সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হলো সেটি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয় ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।
পরবর্তী ব্যবস্থা নিতে তাদের অভিবাসন বিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। গতকাল শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা বলেছেন, ভোর সাড়ে ৫ টায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন ৬৩০ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের মধ্যে থেকে ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ৫৭ বছর।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনারের (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সূত্র: পিটিআই