সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

0 ৩৩

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৫,
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজে শিক্ষার্থীরা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইডেন কলেজের বকুলতলায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নারী নির্যাতন রোধে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে নারীরা নিরাপদে এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। আমরা চাই, নতুন বাংলাদেশে কেউ যে আর ধর্ষণের শিকার না হন। আমরা চাই, ভাইয়েরা-বোনেরা একসঙ্গে আন্দোলন করবে, রাজপথে থাকবে, দেশ গড়বে।

সুমাইয়া মিম নামের এক শিক্ষার্থী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যা সমাজের নৈতিক অবক্ষয়, আইনের শিথিল প্রয়োগ এবং নারী নিরাপত্তার অভাবকে তুলে ধরেছে। আর অপরাধীরা শাস্তির মুখোমুখি হচ্ছে না। যা অপরাধ প্রবণতা আরও বাড়াচ্ছে৷

তাসলিমা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নারীরা ঝুঁকির মধ্যে থাকেন। আবার অনলাইনেও নারীদের হেনস্তা করার প্রবণতা বাড়ছে, যা পরবর্তীতে বড় অপরাধে রূপ নেয়। নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত। আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছেন কিন্তু কাজের বেলা শূন্য। তাই আমরা রাস্তায় নেমে এসেছি৷ অবিলম্বে রাষ্ট্রকে দায়বদ্ধতা নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷

প্রসঙ্গত, একই ইস্যুতে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.