মামলা হলেও গ্রেফতার ভয় নেই শাহীন মেম্বারের
মামলা হলেও ইউপি সদস্য শাহীন সহ আসামি এখনও গ্রেপ্তার হয়নি
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে বকশীগঞ্জ উপজেলা মেরুর চর ইউপি সদস্য শাহিন আলম এর বিরুদ্ধে গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে বকশীগঞ্জ থানায় জখম সংক্রান্ত অপরাধ শিরোনাম মামলা হয়েছে মামলা নং ১১
ধারা ৩২৬ ,৩০৭ ,সহ মোট ১০ টি ধারা হয়েছে এতে ৫ জন কে আসামি ও ৪/ ৫ জন গং আসামি করা হয়েছে এই মামলার ১ নং আসামি শাহীন মেম্বার এখানো গ্রেফতার হয় নেই ।
জামালপুরে বকশীগঞ্জে মেরুর চরে জোরপূর্বক জমি বেদখল করতে গিয়ে তিনজনকে গুরুতর আহত ও হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা জামালপুর হাসপাতালে ভর্তি বকশীগঞ্জ থানা মামলা হলেও ইউপি সদস্য শাহীন সহ গ্রেপ্তার হয়নি কেউ ।
বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যার চেষ্টা, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পৌর শহরের মেরুর চরে এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মেরুর এলাকার খন্দকার আসিফ এর সঙ্গে একই গ্রামের সাহিন বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ এ সময় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় শাহিন সহ অন্তত ১০-১৫ জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।