ছাত্রশিবির তাদের গুপ্ত রাজনীতির কারণে শিক্ষার্থী নির্যাতনের শিকার
ছাত্রশিবির তাদের গুপ্ত রাজনীতির কারণে শিক্ষার্থী নির্যাতনের শিকার
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আপনারা অবগত আছেন, এই বাংলাদেশে একটি গুপ্ত ছাত্রসংগঠন রয়েছে। তারা ছাত্রদলের মানবিক, ধৈর্য ও সহনশীল ছাত্ররাজনীতিতে বিশ্বাস করতে পারে না। এ কারণে তারা ষড়যন্ত্রকারী রূপে আবির্ভূত হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন, তাদের ক্যাম্পাস কমিটিগুলো হয় দুই সদস্য বিশিষ্ট, তিন সদস্য বিশিষ্ট, পাঁচ সদস্য বিশিষ্ট। এখন আমরা তাদের প্রশ্ন করি— ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের মাত্র ১৫ জন নেতাকর্মী? তিতুমীর কলেজে আপনাদের দুইজন নেতাকর্মী? কিন্তু তারা এর কোনো সদুত্তর দিতে পারে না। আমাদের অভিজ্ঞতা বলে, তাদের সে ধরনের নৈতিক সৎ সাহস নেই। ছাত্রদলের মতো নৈতিক সৎ সাহস নেই যে, তারা তাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। সে কারণে তারা এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান।
কুয়েটে হামলা চালিয়ে শিবির ছাত্রদলের ওপর দায় চাপিয়েছে মন্তব্য করে ছাত্রদল সভাপতি বলেন, শিবির দেখছে, কোনোভাবেই যখন ছাত্রদলকে বিপথগামী করা যাচ্ছে না, ছাত্রদলের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ তৈরি করা যাচ্ছে না, ঠিক তখনই কুয়েটের মতো জায়গায় নিজেরাই হামলা চালিয়ে দায় ছাত্রদলের ওপর চাপিয়ে দিয়েছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হল আবরার ফাহাদ। ছাত্রদল আবরার ফাহাদকে হৃদয়ে ধারণ করে। আপনারা দেখেছেন, শিশির মনির, যিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি নাকি আবরার হত্যাকাণ্ডের আসামিদের আইনজীবী। এতে আমাদের মনেও অনেক প্রশ্ন জাগ্রত হয়েছে। এই শিশির মনির যদি আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়ে থাকেন, তাহলে এর দায়ভার অবশ্যই শিবিরকে নিতে হবে এবং এর জবাবও দিতে হবে।
অনুষ্ঠানে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী প্রমুখ।