বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ৩ দিনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ৩ দিনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বনশ্রীতে বিভিন্ন ব্যানারে তারা একত্রিত হয়ে এই বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট থাকলেও তাদের ধরতে পারছে না কেউ। সন্ত্রাসীদের চাঁদা দেওয়া বন্ধ করায় এমন হামলার ঘটনা ঘটেছে। টাকা পাঠানোর ম্যাসেজ চেক করলেই তো আসামি ধরা যায়। ঘটনার পর এতো সময় পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তারা দাবি জানিয়ে বলেন, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তারা আমাদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারবার। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
পরে তারা বনশ্রী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বনশ্রী সড়কে যান চলাচলে ধীরগতি বিদ্যমান রয়েছে।