মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে অস্ত্রসহ মো. শরীফকে গ্রেপ্তার
মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে অস্ত্রসহ মো. শরীফকে গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
সোমবার (৩ মার্চ) রাতে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
উপ-পুলিশ (ডিসি) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জনৈক শাওন আহমেদ খান ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলেন। তারা শাপলা চত্বরের সামনে পৌঁছলে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী শরীফ মোটরসাইকেল আরোহী শাওনের পিছনের সিটে থাকা তার স্ত্রী সামিয়া আফরোজের স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তাদের চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী শরীফ দৌড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাকে ধাওয়া করে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।
পূর্বাপর অপরাধ রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে ডিএমপির পল্টন, মুগদা ও রমনাসহ বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতির সাতটি মামলা রয়েছে। মোট ৯ মামলার আসামি গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।