বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলায় লিটন ডিবি হাতে গ্রেফতার

0 ২৮

বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলায় লিটন ডিবি হাতে গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন ফরিদপুরের সিকদার লিটন।

বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের পরিদর্শক ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিকদার লিটন সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার বিকাশ হিসাব নম্বরে তিন মাসে সাড়ে ২২ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে।

জানা গেছে, সিকদার লিটন পুলিশের তালিকায় একজন চিহ্নিত প্রতারক ও দাগি আসামি। গত ২০ জুলাই যমুনা ফিউচার পার্কের পাশে কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় মসজিদের গলির মুখে পাকা রাস্তার ওপর গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এই ঘটনায় শফিকুল ইসলাম নামে একজন মামলা করেন। আদালতের আদেশে ২৫ ফেব্রুয়ারি ভাটারা থানা পুলিশ মামলাটি নথিভূক্ত করে।

সেই মামলায় এজাহারনামীয় ২৭ নম্বর আসামি কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য সিকদার লিটন। এছাড়া মোহাম্মদপুর থানায় মোছা. নাদিরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের সন্নিকটের রাস্তায় জনতার ওপর হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম ও হুকুম দেওয়ার অপরাধ সংগঠনের অভিযোগ করেছেন বাদী।

মামলায় সিকদার লিটনকে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে অভিযুক্ত করেছেন বাদী। যেখানে তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মামলাটির এজাহার থানায় রুজু করা হয়। ২০২০ সালে এক মামলায় চার বছর কারাগারে ছিলেন সিকদার লিটন।

 

Leave A Reply

Your email address will not be published.