৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার
৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার ৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় আবু কাউছার নামে বিএনপির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু কাউসার বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারী তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াছ।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা কাউছার এলাকার ত্রাস। তিনি ক্যাডারভিত্তিক রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার জনশ্রুতিও রয়েছে। হামলা, মারামারিসহ বিভিন্ন অভিযোগের ৫টি মামলার আসামি তিনি। এসব মামলায় জামিনে রয়েছেন।
বিএনপি নেতা কাউছার তার নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেন। পরে ওই পুলিশ কর্মকর্তা চেক জালিয়াতির মামলা করেন। মামলায় আদালত বিএনপি নেতা কাউছারকে ১ বছরের সাজা ও ৪৯ লাখ জরিমানা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি শামসুদ্দিন মো. ইলিয়াছ বলেন, চেক জালিয়াতির একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বুধবার রাতে আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।