৮৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারিকে গ্রেপ্তার

0 ৩২

৮৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারিকে গ্রেপ্তার

 

জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ মার্চ ২০২৫
পৃথক অভিযানে ৮৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (৫ মার্চ) ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের টিম।

রাত সাড়ে ১১টায় গাঁজা পরিবহনকারী প্রাইভেটকারকে দনিয়া এলাকায় আটক করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় মাদক কারবারি মাসুমকে গ্রেপ্তার করে ডিবির টিম।

গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মাসুম পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল ও পরিবহন করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

একই দিন সন্ধ্যায় ডিবি-মিরপুর বিভাগের অপর একটি দল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানাধীন চাঁনখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে।

জামিরুল মন্ডল (২৫) ও মো. মাহমুদুল্লাহ (২৫) নামে দুই কারবারিকে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা পেশাদার মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.