পল্টন-বিজয়নগর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি

0 ৩০

পল্টন-বিজয়নগর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ মার্চ ২০২৫
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মার্চ ফর খিলাফাহ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের পর পল্টন-বিজয়নগর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর এলাকাটিতে যান চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে হিজবুত তাহরীরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ২টা ৪০ মিনিটের দিকে এলাকাটিতে যান চলাচল শুরু হয়।

এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।

তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে।

Leave A Reply

Your email address will not be published.