বালু ব্যবসাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত

0 ৩৮

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে তোলা বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

মাদারীপুর জেলা প্রতিনিধি
৮ মার্চ ২০২৫

মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় মসজিদের আশ্রয় নিলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন এসময় নিহতদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানানইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে আজ সকাল ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে।

এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সাইফুল ও আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল ও স্থানীয় পলাশসহ তিন জনকে গুরুতর আহত করা হয়। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেনবালু ব্যবসাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

Leave A Reply

Your email address will not be published.