আগামী ১ সপ্তাহের মধ্যে সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি
আগামী ১ সপ্তাহের মধ্যে সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে বাংলাদেশ জন জোট ।
নিজস্ব প্রতিনিধি :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আল্টিমেটাম দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সকল ধর্ষকদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জন জোট ।
বাংলাদেশ জন জোটের দপ্তর সম্পাদক জাহিদ আরিয়ানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জন জোটের চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজী ।
বক্তব্য প্রদান করে মুজাম্মেল মিয়াজী বলেন – ছোট্র ৮ বছরের অবুঝ শিশু আছিয়াকে নরপশুরা কিভাবে ধর্ষণ করেছে তাহা ভাবলে বুক ফেটে যায় । ওরা মানুষ রুপে জানোয়ার । আছিয়ার ধর্ষিতার ধর্ষক সহ সকল ধর্ষককে আগামী ১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে । না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব ।
বাংলাদেশ জন জোটের ” ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান বলেন – ধর্ষকদের বিচারের নামে কোন প্রকার তালবাহানা ও কালক্ষেপন আমরা মানিনা । ৬ মাস আর ১৮০ দিন বুঝিনা । ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হতে হবে এক সপ্তাহের মধ্যেই ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জন জোটের শুভাকাঙ্ক্ষী শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরো অনেকেই
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জন জোটের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ ।