ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার

0 ৩০

ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে এনায়েতকে বহিষ্কার করা হলো।

উপজেলা আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হলে অভিযোগ প্রমাণিত হয়। এর জেরে এনায়েতেকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

মো. রমিজ উদ্দিন হাওলাদারকে তাঁতেরকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Leave A Reply

Your email address will not be published.