সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণ এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার
সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণ এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরের বাসিন্দা মো. খলিলুর রহমানসহ ৮ বন্ধু মিলে সাজেক ঘোরার জন্য খাগড়াছড়ি আসেন। ৩ মার্চ তাঁরা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য রওয়ানা হন। সকাল সাড়ে ১০টায় নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারী বেলাল ও আজিবুর রহমান গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আম বাগানের নিয়ে যায়। এরপর তাদের অপহরণ করে সারা রাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ চায়। পরে বিভিন্ন অ্যাকাউন্টে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং ৭০ হাজার টাকাসহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এরপর ৪ মার্চ তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
ওসি আরও জানান, গতকাল ৯ মার্চ রাতে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। অপহরণের শিকার পর্যটকদের তথ্য মতে অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগমকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার ৪ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মো. খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, অপহরণের দায় প্রাথমিকভাবে স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃতরা। আজ সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।