চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ

0 ৩৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ

চট্টগ্রাম প্রতিবেদক
১১ মার্চ ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ফারুক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা।

ওই যুবক ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, রোববার (৯ মার্চ) সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি শরীফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.