শরীয়তপুরের গোসাইরহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার

0 ২৭

শরীয়তপুরের গোসাইরহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিবেদক

১১ মার্চ ২০২৫

শরীয়তপুরের গোসাইরহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স ৩০ বছর ও শিশুটির বয়স ৪ বছর বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

 

Leave A Reply

Your email address will not be published.