আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

0 ২৯

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

 

সাভার প্রতিনিধি

১২ মার্চ ২০২৫

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিক ও স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

বুধবার (১২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ শ্রমিক ও স্টাফদের বেতন পরিশোধ করছে না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। কারখানার শ্রমিক ও স্টাফরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন কবে নাগাদ পরিশোধ করবে তা নিয়ে টালবাহানা করছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা সমাধানের চেষ্টা করছি।

 

Leave A Reply

Your email address will not be published.