গত ২ মাসে প্রতিদিন গড়ে ৬ জনের বেশি শিশু ধর্ষণ
গত ২ মাসে প্রতিদিন গড়ে ৬ জনের বেশি শিশু ধর্ষণ
গত ৬ মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর মৃত্যু হয় তার।
এই ঘটনার এবং সারা দেশে সব ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ-অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা জানান, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিজ বাড়িতেও নিরাপদ নয়। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের আহ্বান জানান তারা